চায়না TVET স্কলারশিপ প্রোগ্রাম-2023 যে সকল চীনা প্রতিষ্ঠান হতে ৩ মিনিটের ভিডিও দিতে বলা হয়েছে, সে সকল চীনা প্রতিষ্ঠানে যারা আবেদন করেছেন তাদের ভিডিও আবেদনকারী প্রতিষ্ঠান (পলিটেকনিক ও টিএসসি) হতে চীনা প্রতিষ্ঠানের নাম ও ছাত্রের এইচএসসির রোল নং দিয়ে শেভ করে আগামী ০৯/০৮/২৩ তারিখের মধ্যে ‘dtechina.scholarship@gmail.com’ ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।
১ম ধাপ: প্রাথমিক আবেদন
যোগ্যতা:
১) এইচএসসি (ভোকেশনাল) পাশ অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসসি (বিজ্ঞান)/সমমান পাশকৃত;
২) সংশ্লিষ্ট চীনা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বয়স;
৩) জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ থাকতে হবে।
আবেদনের নিয়ম (শিক্ষার্থীর জন্য):
১) আবেদনের জন্য নির্ধারিত আবেদন পত্রে শিক্ষার্থীর তথ্য, পছন্দ মোতাবেক ১টি চায়না প্রতিষ্ঠানের নাম (পছন্দ অনুযায়ী ৩টি টেকনোলজিসহ), অভিভাবকের তথ্য পূরণ করে বিভাগীয় প্রধানের স্বাক্ষরসহ প্রতিষ্ঠান প্রধান বরাবর জমা দিতে হবে;
২) আবেদনের সাথে HSC এর সনদ, নম্বরপত্র ও জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদের ফটোকপি সংযুক্ত করতে হবে;
৩) শুধুমাত্র ৩টি চায়না কলেজ (১. Jinan Vocational College, ২. Jiangsu Ari-animal Husbandry Vocational College, ৩. Suzhou Art & Design Technology Institute) এ যেতে চাইলে শিক্ষার্থীকে নিজের সম্পর্কে English Self-Introduction Video (3 minutes) অতিরিক্ত দিতে হবে;
আবেদনের নিয়ম (প্রতিষ্ঠান প্রধানগণের জন্য):
১) শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত আবেদন দ্রুত নির্ধারিত লিংক ( https://planningdte.onlinetvet.com/ ) এ প্রবেশ করে ইতিপূর্বে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্যসমূহ অনলাইনে এন্ট্রি করবেন।
২) HSC এর সনদ ও নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদসহ মোট ৩টি ডকুমেন্ট স্ক্যান করে ১টি পিডিএফ ফাইল তৈরী করে আপলোড করতে হবে (পিডিএফ ফাইলের নাম হিসেবে শিক্ষার্থীর HSC এর রোল নম্বর দিতে হবে)।
৩) শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত আবেদন (হার্ড কপি) ফাইলে সংরক্ষণ করবেন।
প্রয়োজনীয় ফাইলসমূহ:
২) চীনা প্রতিষ্ঠানের স্কলারশীপ অফার তালিকা
৩) চীনা প্রতিষ্ঠানের Major (টেকনোলজির) তালিকা
৪) প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তির সময়সূচি
৫) চীনা কলেজসমূহের প্রোফাইল বুক
- Hebei Vocational University of Industry and Technology
- Jinan Vocational College
- Yangling Vocational & Technical College
- Shaanxi College of Communication Technology
- Guizhou Vocational and Technical College of Water Resources and Hydropower
- Jiangsu Ari-animal Husbandry Vocational College
- Changzhou Vocational Institute of Mechatronic Technology
- Suzhou Art & Design Technology Institute