China TVET Scholarship Program-2023 (2nd Phase)

নির্দেশনা: ‘China TVET Scholarship Program-2023 (2nd Phase). চিনের ৫টি প্রতিষ্ঠান হতে স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র নিম্নের ফরমে সংযুক্ত করে আগামী ৪/০৯/২০২৩ তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে।

যে প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে সেই প্রতিষ্ঠানের চাহিত সকল কাগজপত্র একত্রে ১টি পিডিএফ ফাইল রূপান্তর করে আপলোড করুন । ।  ২ ইঞ্চি × ২ ইঞ্চি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। সে সকল প্রতিষ্ঠানে আবেদন ফরম চাওয়া হয়েছে, সে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনের এম ওয়ার্ড কপি আপলোড করতে হবে। ২য় ফেজের আবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাচাই বাচাই করে পাঠানো হবে, সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র না থাকলে আবেদন পাঠানো হবেনা।

সকল সংযুক্ত ছবি, ডকুমেন্টের পিডিএফ ফাইল, আবেদনপত্র, আবেদনকারীর  পাসপোর্ট নাম্বর দিয়ে শেভ করে আপলোড করতে হবে।

You do not have permission to view this form.